চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে   মৃত্যু ১৮, শনাক্ত ১৫৬৮

চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে   মৃত্যু ১৮, শনাক্ত ১৫৬৮

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৫৪৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৬৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। এর মধ্যে ১ হাজার ৭৯৫ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।